প্রফেশনাল মাস্টার্স ইন ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস (২০২৪-২০২৫) ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাবলীঃ
--------------------------------
ভর্তি ফরমের সাথে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে-
১. সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কসিটের ফটোকপি (সত্যায়িত)।
২. সদ্য তোলা ৫ কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত)।
৩. নিজ/অভিভাবকের আয়ের সনদ।
৪. সরকারি ও বেসরকারি চাকুরিজীবীদের উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিপত্র।
৫. টাকা জমা দেয়ার হিসাবের নাম "D.U, Professional Masters in Criminology and Criminal Justice" (হিসাব নং-4405703000143), সোনালী ব্যাংক পিএলসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কর্পোরেট শাখা।
৬. ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতিত অন্য বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী সম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির এক মাসের মধ্যে মাইগ্রেশন সার্টিফিকেট জমা দিতে হবে। এখানে উল্লেখ্য যে, দেশের বাহিরের ডিগ্রীধারী শিক্ষার্থীদের মাইগ্রেশন সার্টিফিকেট জমা দিতে হবে না।