এ ধাবিয়মান ও গতিশীল যুগে মানুষকে একের পর এক চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে হয়, যা জীবনকে আরো জটিল করে তোলে। আমাদের সবাই কে জীবনে নানা পরিস্থিতি এর মোকাবেলা করতে হয় — কখনো ব্যক্তিগত, কখনো পেশাগত, আবার কখনো পারিবারিক বা সামাজিক। তবে এসব পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া, আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যাওয়া, মানুষের সাথে ভালো সম্পর্ক স্থাপন করা এবং জীবনের চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করার জন্য যে দক্ষতা প্রয়োজন তাই হল জীবন দক্ষতা বা Life skills.
আপনি কি কখনো ভেবেছেন, কেন কিছু মানুষ জীবনের কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকে এবং সহজেই সমস্যার সমাধান করতে পারে?? এর পেছনে রয়েছে জীবন দক্ষতাগুলো, যা তাদের জীবনকে সহজ ও সফল করে তোলে। এসব দক্ষতা আমাদের জন্যও অর্জন করা সম্ভব, এ ওয়ার্কশপের মূল উদ্দেশ্য হল সেটাই।
এ ওয়ার্কশপ এ আপনি শিখবেনঃ
নিজের প্রতি আত্মবিশ্বাসী হওয়া ও আত্মমূল্য বোঝার কৌশল
নিজের ও অন্যের অনুভুতি চিনতে ও সেগুলোর সাথে সঠিকভাবে যোগাযোগ স্থাপন করা
কার্যকরীভাবে অন্যদের সাথে সম্পর্ক গড়ার ও প্রকাশের উপায়
সমস্যা সমাধান, নতুন আইডিয়া তৈরি ও সৃজনশীলভাবে চিন্তা করার কৌশল
একসাথে কাজ করার গুণাবলি, দল পরিচালনা এবং সহকর্মীদের উদ্বুদ্ধ করার পদ্ধতি
মত পার্থক্য ও ঝগড়া সমাধানে শান্তিপূর্ণ কৌশল
ওয়ার্কশপের জন্য রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়েছে।
তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০২৪
সময়ঃ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত
লোকেশনঃ রুম ৫০৪০, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
রেজিস্ট্রেশন ফিঃ
Mental Health Professionals- 1500tk
BCPS Members- 1000tk
Online Registration এর জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন :
https://docs.google.com/…/1FAIpQLSfqezryRD7…/viewform…
বিকাশ নাম্বারঃ 01706520948 (Send money)
Offline Registration :
৫০৪০, নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হল , কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০ টা থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত।
এছাড়া যে কোনো প্রশ্ন বা বিস্তারিত জানতে যোগাযোগের নম্বর :01759-399879
!! ️ সীমিত আসন উপলব্ধ !! ️
অপেক্ষা করবেন না এবং এই আকর্ষণীয় সুযোগটি গ্রহণ করার জন্য এখনই আপনার জায়গা নিশ্চিত করুন!