Aspiration to Achievement: Academic Motivation through Australia Awards' বিষয়ক সেমিনার প্রসঙ্গ।
প্রিয় মহোদয়,
কলা অনুষদের উদ্যোগে আগামী ০৭.০১.২০২৫ তারিখ মঙ্গলবার, সকাল ১০:০০ টায় শহিদ মোফাজ্জল হায়দার চৌধুরী সভাকক্ষে (কলাভবন ষষ্ঠতলা) 'Aspiration to Achievement: Academic Motivation through Australia Awards' বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক / সম্মত আপনার বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দের নামের তালিকা আগামী ১৫/১২/২০২৪ তারিখের মধ্যে কলা অনুষদের ডিন অফিসে প্রেরণের জন্য অনুরোধ করছি।
আন্তরিকতা ও ধন্যবাদসহ
(অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান)ডিন (ভারপ্রাপ্ত),
কলা অনুষদ
ঢাকা বিশ্ববিদ্যালয়