• Image Not Found
  আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও গবেষণা বৃত্তি, ২০২২ (Year:2024)

  গত ২৪ জানুয়ারি, ২০২৪ রোজ বুধবার আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও গবেষণা বৃত্তি অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

  অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে ভার্চুয়ালি সংযুক্ত থেকে ট্রাস্ট ফান্ডের দাতা যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির স্বনামধন্য প্রফেসর ড. আলী রীয়াজ বক্তব্য প্রদান করেন। সভা সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপদেষ্টা জনাব মো. সাইফুল আলম চৌধুরী।

  আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও গবেষণা বৃত্তি আয়োজিত অনুষ্ঠানে বিভাগের তিন জন শিক্ষার্থীকে চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। রিসার্চ এওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: 

  আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার:
  তামারা ইয়াসমীন তমা, এমএসএস, শিক্ষাবর্ষ: ২০২০/২১

  আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তি:
  মো. নাসিমুল হুদা, এমএসএস, শিক্ষাবর্ষ: ২০২১/২২ ও অর্থী নবনীতা, এমএসএস, শিক্ষাবর্ষ: ২০২১/২২