ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি (DUDS) আয়োজিত ১৪ তম নাফিয়া গাজী আন্তঃ বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের বিতর্ক দল তৃতীয় স্থান অধিকারের গৌরব অর্জন করেছে। এছাড়া উক্ত প্রতিযোগিতায় বিভাগ থেকে বিতার্কিক হিসেবে ২য় স্থান অধিকার করেছেন সামসাদ নাভিয়া নভেলি এবং ৫ম স্থান অধিকার করেছেন বিভাগের শিক্ষার্থী ফারহানা হোসেন উপমা।
উক্ত গৌরবময় অর্জনের জন্য বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
গত ০৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ, কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গনে ৫২ তম ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:হল অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ২০২৩-এ পুরুষ ৫০০০ মিটার দৌড় এ বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন তৃতীয় স্থান-ব্রোঞ্জ মেডেল অর্জন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল গুলোর অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের অংশগ্রহণে আন্ত:হল অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া বিজয় একাত্তর হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এ শিক্ষার্থী ইমরান হোসেন ১৫০০ মিটার দৌড়ে প্রথম স্থান ও ৪০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান অর্জন করে।
স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ লাভ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৩৬জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। অদ্য ২৬ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ থেকে নওশিন তাবাসসুম, রিফাতুর রহিম, লিয়া তেরেসা কস্তা এই তিন জন শিক্ষার্থী ডিনস্ অ্যাওয়ার্ড অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের পক্ষে চেয়ারপার্সন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এমএসএস (মাস্টার্স) ২য় সেমিস্টারের নিয়মিত শিক্ষার্থী নিশাত তাসনীম লিজা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃহল জুডো প্রতিযোগিতায় রোকেয়া হলের হয়ে (-৫৭ ওজনে) স্বর্ণপদক অর্জন করেছেন।