গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার এর শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর অর্থায়নে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্র বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রশীদ এর পরিচালনায় “Antiproliferative, Antistaphylococcal and Immunomodulatory Activities of selected Phytopharmacologically Unexplored Cissus and Wendlandia Species.” শীর্ষক গবেষণা প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী “Chromatography in Phytochemical Investigation and Cell Culture Techniques” বিষয়ক একটি প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ফার্মেসী অনুষদের ডিন, ফার্মেসী অনুষদভুক্ত তিন বিভাগের চেয়ারম্যানগণ, বিভাগীয় শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।