উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে গত ০৭ ডিসেম্বর ২০২১ তারিখে, বেলা ০৩ টায়, অনলাইন প্ল্যাটফর্ম জুমে “রোকেয়া স্মারক বক্তৃতার” আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক “নারীর অধিকার প্রতিষ্ঠায় রোকেয়ার ভাবনাঃ তৎকালীন সমাজ ও বর্তমান প্রেক্ষিত” শিরোনামে একটি প্রবন্ধ পাঠ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন সামাজিক বিজ্ঞান অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে মামুনা খাতুন স্মৃতি বৃত্তি, অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান স্মৃতি বৃত্তি, নীলা বৃত্তি, অর্ণব স্মৃতি বৃত্তি প্রদান করা হয় এবং মুজিব শতবর্ষ রচনা প্রতিযোগিতায় অংশগহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিভাগটি আত্মপ্রকাশের পর থেকে প্রতিবছর “রোকেয়া স্মারক বক্তৃতা” অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং দেশবরেণ্য গুণিজন, বিভিন্ন প্রবন্ধকার ও গবেষক এই অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন। রোকেয়া সাখাওয়াৎ হোসেনের জীবন ও দর্শন শিক্ষার্থী সহ সকলের মাঝে ছড়িয়ে দেয়া এবং রোকেয়া-চর্চাকে বেগবান করাই এই স্মারক বক্তৃতার উদ্দেশ্য।