‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উদযাপন উপলক্ষে গত ২৯ নভেম্বর ২০২১ তারিখ, সোমবার, ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে বেলা ৩ টায় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ কর্তৃক একটি ওয়েবিনারের আয়োজন করা হয়। “জেন্ডার ভিত্তিক সহিংসতাঃ আইন ও তার প্রয়োগ” ছিল ওয়েবিনারের মূল প্রতিপাদ্য।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা, বিভাগীয় চেয়ারপার্সন, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ ও সূচনা বক্তব্য প্রদান করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সানজীদা আখতার।
জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এর চেয়ারম্যান নাছিমা বেগম, এনডিসি বলেন, ''Bangladesh achieved a prestigious position regarding women's empowerment in the South Asia, incidence of violence against women interrupts their sustainable development.''
ওয়েবিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা ইয়াসমীন বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও নারীরা সহিংসতার শিকার বেশি হয়, তাই নারীর প্রতি সহিংসতার বিষয়টির উপর আরও গুরুত্ব দেয়া উচিৎ। নীতিগত পর্যায়ে, জেন্ডার ভিত্তিক সহিংসতার সাথে নারীর প্রতি সহিংসতাকে বিশেষভাবে স্বীকার করতে হবে এবং এটিকে ন্যাশনাল ফোকাসের মধ্যে আনতে হবে।"
অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সম্মানিত প্রতিনিধিগণের উপস্থিতিতে বিভাগীয় চেয়ারপার্সন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।