ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (সিআরডি)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি অদ্য ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার স্বাক্ষরিত হয়। সমঝোতা চুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং সেন্টার ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট-এর পক্ষে প্রধান নির্বাহী ড. মো. মোখলেছুর রহমান এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিভাগের পক্ষে চেয়ারপার্সন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা, অধ্যাপক ড. আয়েশা বানু, ড. সাবিহা ইয়াসমিন রোজী উপস্থিত ছিলেন।
বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে ‘জেন্ডার গ্যাপ ইন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ শীর্ষক প্রজেক্টের আওতায় নলেজ জেনারেশন ও ডিসএমিনেশন এর উদ্দেশ্যে Centre for Research and Development (CRD) এবং বিভাগের উদ্যোগে ফিমেল চ্যাম্পিয়নশিপ ফেলোশিপ (থিসিস) ও নলেজ ডিসএমিনেশন গ্র্যান্ট পরিচালিত হবে। ফেলোশিপটি মাস্টার্স ১ম সেমিস্টারের নারী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। গ্র্যান্টের অর্থ বিভাগে FDR করে মাসিক মুনাফা দিয়ে প্রকল্প কার্যক্রম পরিচালিত হবে।
এই চুক্তির আওতায় বিভাগের মেধাবী ছাত্রীদের গবেষণা ফেলোশিপ প্রদান, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা আয়োজন করা হবে।