ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্যকলা বিভাগ কর্তৃক গত ১১ থেকে ১৩ জুলাই ২০২৪ তারিখ প্রথম বারের মতো আন্তর্জাতিক সিম্পোজিয়াম ২০২৪ আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে জাতীয় এবং আন্তর্জাতিক পার্যায় থেকে মোট ৬৩ জন প্রবন্ধকার (আমেরিকা, শ্রীলঙ্কা, নেপাল, ইতালী, জাপান, তাইওয়ান, অস্ট্রিয়া, চীন, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান) অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪৪ জন বিদেশী অতিথি এবং ১৯ জন বাংলাদেশী। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহের বরেণ্য শিক্ষাবিদ, মিউজিকোলজিস্ট এবং ড্যান্স কোরিওগ্রাফারদের সাথে বাংলাদেশের গবেষক, শিল্পী ও শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক ভাব-বিনিময়ের জন্য প্রস্তাবিত সিম্পোজিয়ামটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উক্ত সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।
অনষ্ঠানের ছবিসমূহ: https://ssl.du.ac.bd/fontView/images/file/17358092943rdInternationalSymposium.pdf