গত ১২ জুলাই ২০২৪ তারিখ নৃত্যকলা বিভাগের ১০ বছর পূর্তী উপলক্ষ্যে নৃত্যকলা বিভাগ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্যকলা বিভাগের সম্মানীত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, নৃত্যশিল্পী, জাতীয় পর্যায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।