১৭ নভেম্বর ২০২৪ তারিখ রবিবার বিকাল ৩টা ৩০ মিনিটে চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৩-এর সমাপনী দিনে ‘অধ্যাপক আবদুর রাজ্জাক সেমিনার’ কার্যক্রমের অধীনে বাংলার টেরাকোটা ভাস্কর্য ও বাংলাদেশের সমকালীন চর্চা শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপিত হয়। প্রবন্ধটি উপস্থাপন করেন বিভাগের এমএফএ প্রোগ্রামের শিক্ষার্থী সুপ্রিয় কুমার ঘোষ। নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম। নির্ধারিত আলোচক এবং মুক্ত আলোচনা পর্বে আমন্ত্রিত শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তনিবৃন্দ উপস্থাপিত প্রবন্ধের উপর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের মতামত প্রদান করেন। সেমিনারটিতে সভাপতিত্ত্ব করেন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক নাসিমুল খবির।
সেমিনার শেষে ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় এবং বৈকালিক চা-চক্রের মাধ্যমে সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৩-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।