ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের জেষ্ঠ্য শিক্ষক ভাস্কর মো. শেখ সাদী ভূঁঞা ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে দীর্ঘ রোগভোগের পর অকাল মৃত্যুবরণ করেন। তিনি ১৯৬৪ সালের আগস্ট মাসে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের ১৯৮৪ ব্যাচের শিক্ষার্থী হিসেবে ১৯৮৭ সালে বিএফএ সম্পন্ন করেন। ১৯৯১ সালে কলাভবন, বিশ্বভারতী, শান্তিনিকেতন থেকে ভাস্কর্যে এম ফাইন ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে খুলনা আর্ট কলেজে শিক্ষকতা শুরু করেন। তিনি খুলনা আর্ট কলেজে ভাস্কর্য বিভাগের সূচনা করেন ও প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ছিলেন। ২০০৯ সালে কলেজটি খুলনা বিশ্ববিদ্যালয়ে আত্মীকৃত হলে তিনি ভাস্কর্য ডিসিপ্লিনের প্রথম বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে সহযোগী অধ্যাপক হিসেবে তিনি ভাস্কর্য ডিসিপ্লিনের সাথে যুক্ত ছিলেন। শেখ সাদী ভূঁঞা বাংলাদেশের একজন উল্লেখযোগ্য ভাস্কর হিসেবে বহু জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেন। মূখ্যত মন্ডন পদ্ধতিতে কংক্রিট ঢালাইয়ে অবয়ব নির্ভর ভাস্কর্য নিরীক্ষার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ে বেশ কিছু রিলিফ গণপ্রাঙ্গন ভাস্কর্য নির্মাণ করেন। বিভিন্ন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সংগ্রহে তাঁর উল্লেখযোগ্য পরিমাণ শিল্পকর্ম রয়েছে। তিনি ২০১৩ সালে শিল্প-সংস্কৃতি এবং সমাজকল্যাণে অবদানের জন্য খুলনা শিল্পকলা একাডেমির পুরস্কার অর্জন করেন।
প্রকাশিত গ্রন্থ: বাঙালী ও বাঙলার শিল্প-সংস্কৃতি, ভারতীয় শিল্প-সংস্কৃতি এবং মুসলিম সাম্রাজ্য। সম্পাদিত প্রকাশনা: শিল্পী শশীভূষণ পাল স্মারক গ্রন্থ।
তাঁর অকাল মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য প্রাক্তনি সংঘ, খুলনা শিল্পকলা একাডেমি আনুষ্ঠানিক শোকপ্রকাশ করে।