ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে Institutional Quality Assurance Cell (IQAC)-এর Self-Assessment Program সংক্রান্ত একটি Workshop (Workshop-1: for Team Building) অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপটি ১০ এপ্রিল ২০২৩ তারিখ সকাল ১১.০০ টায় বিভাগের প্রফেসর এম আমিনুল ইসলাম রিসোর্স রুমে অনুষ্ঠিত হয়।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে ভূগোল ও পরিবেশ বিভাগের বিভিন্ন স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর Self-Assessment Program সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। স্টেকহোল্ডারদের মধ্যে ছিলেন ১) বিভাগের কর্মরত শিক্ষক ও কর্মচারী প্রতিনিধি ২) ছাত্র প্রতিনিধি ৩) বাংলাদেশ ভূগোল পরিষদ (BGS) প্রতিনিধি ৪) ভূগোল ও পরিবেশ এলামনাই প্রতিনিধি ও ৫) নিয়োগকর্তা প্রতিনিধি। উপস্থিত সকলের প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে ওয়ার্কশপটি সফলভাবে সম্পন্ন হয়।