অদ্য ৯ ডিসেম্বর (সোমবার) ২০২৪ তারিখ, ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে কাজী মোতাহার হোসেন ভবন চত্বরে একটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই বিভাগ সময়ের সাথে সাথে শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৭৫ বছর পূর্বে, যখন এই বিভাগ যাত্রা শুরু করেছিল তখন লক্ষ্য ছিল জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা। আজ ৭৫ বছর পরে এই লক্ষ্যে শুধু সফলই নয়, অগ্রগামীও বটে।
উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন মহোদয় এবং এ্যল্যামনাইবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য প্রদান করেন ৭৫ বছর উদ্যাপন উৎসব আয়োজক কমিটির সদস্য সচিব, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. কাজী মোঃ ফজলুল হক। আরও বক্তব্য প্রদান করেন এ্যালামনাইদের পক্ষে জনাব শফিকুল ইসলাম (অবসরপ্রাপ্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার), ভূগোল ও পরিবেশ বিভাগের ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ও উদ্যাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম ।
এরপর বিভাগীয় সভাপতি উপস্থিত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, ডিন মহোদয় এবং এ্যালামনাইসহ বেলুন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন।
অদ্য ০৯ ডিসেম্বর ২০২৪ থেকে আগামী ৩০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত মাস ব্যাপী ৭৫ বছর উদ্যাপন উৎসব আয়োজন কার্যক্রম চলমান থাকবে।
আগামী ৩১ শে জানুয়ারী ২০২৫ চূড়ান্ত অনুষ্ঠান উদ্যাপনের মধ্যে দিয়ে নতুন ও পুরাতনের একটি মিলন মেলায় পরিণত হবে।