১৪ মে, ২০২৩ তারিখে দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্র (ডিআরটিএমসি) এবং বাংলাদেশ জিওগ্রাফিক্যাল সোসাইটি (বিজিএস) দ্বারা যৌথভাবে একটি সেমিনারের আয়োজন করা হয় যেখানে অধ্যাপক ড. এ কে এম আনোয়ারুজ্জামান, ভূগোল বিভাগ, আলিয়া বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ (কলকাতা), ভারত উপস্থাপন করেন। Seminar on "Natural Disaster and Human Suffering: Untold Story of River Bank Erosion Victims of Malda and Murshidabad Districts (West Bengal), India".
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. এ.এস.এম. মাকসুদ কামাল এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. জিল্লুর রহমান। সেমিনার
ডিআরটিএমসির পরিচালক ও বিজিএস-এর সাধারণ সম্পাদক ও ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য রাখেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ও বাংলাদেশ জিওগ্রাফিক্যাল সোসাইটির (বিজিএস) ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. রকিব আহমেদ। সেমিনার সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মালিহা হক। আয়োজিত উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।