প্লাস্টিক দূষণ সমস্যা সমাধানের প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে দুই সপ্তাহব্যাপী বিশ^ পরিবেশ দিবস ২০২৩ পালিত হল ঢাকা বিশ^বিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে। বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে গত ২৮ মে ২০২৩ তারিখে পোস্টার ও মডেল উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্লাস্টিক সমস্যা সমাধানের অভিনব এবং নতুন ধারণা উপস্থাপিত হয়েছে। এছাড়াও, ৫ জুন ২০২৩ হতে ১১ জুন ২০২৩ তারিখ পর্যন্ত বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ অধিদপ্তরের আয়োজিত পরিবেশ মেলায় ভূগোল ও পরিবেশ বিভাগ অংশগ্রহণ করেছে। এছাড়াও, ৬ জুন ২০২৩ তারিখে পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত বিশ^ ব্যাংকের সেমিনারে পরিবেশ সচেতনতা বিষয়ক নাটিকায় এ বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। প্রত্যেকটি আয়োজনে শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা গেছে এবং বিভিন্ন মহলে ভূগোল ও পরিবেশ বিভাগের এ সকল কার্যক্রম বিশেষভাবে সমাদৃত হয়েছে।