On December 1, 2024, the Department of Linguistics, the Department of English, and the Institute of Education and Research at the University of Dhaka, in collaboration with BRAC University, jointly organised the international seminar titled "Future of the Language Education in the Global South: Challenges and Possibilities". The event was held at the Mozaffar Hossain Chowdhury Auditorium, Faculty of Social Sciences. The Chief Guest of the event, the honourable Vice Chancellor of of the University of Dhaka, Professor Niaz Ahmed Khan, could not be present due to unavoidable circumstances, however his inspiration was a contributing factor in this seminar. Keynote papers were presented by Professor Suresh Canagarajah of Penn State University, Professor Stephen May of the University of Auckland, Professor Sender Dovchin of Curtin University, Australia, and Dr. Obaid Hamid, associate professor, the University of Queensland. The distinguished speakers shared groundbreaking insights on deconstructing monolingual ideologies, leveraging multilingualism, and fostering inclusive educational practices. Key topics included the socio-political challenges of applied linguistics and the transformative role of technology in bridging educational gaps. The seminar was commenced with welcome remarks by the Chairperson of the Department of Linguistics Dr. Monira Begam. The seminar was also conducted by Naira Khan, associate professor of the Department of Linguistics. The seminar marked a historic collaboration among the Department of Linguistics, the Department of English and the Institute of Education and Research at the University of Dhaka, alongside the BRAC Institute of Languages. The convenor of the conference committee on behalf of the Department of Linguistics was Professor Dr. Syed Shahrier Rahman with Dr. Monira Begam, Naira Khan, Dr. Mashrur Imtiaz, Mohammad Inzamam, and Sabiha Al Humayra Momi as members. The seminar was attended by faculty members and students of the Department of Linguistics, the Department of English and the Institute of Education and Research.
গত ১ ডিসেম্বর ২০২৪ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ, ইংরেজি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাংগুয়েজেসের সাথে যৌথভাবে “Future of Language Education in the Global South: Challenges and Possibilities“ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর হোসেন চৌধুরী অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনিবার্য কারণবশত উপস্থিত হতে না পারলেও এই মহতী উদ্যোগে তিনি বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছেন। উক্ত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পেন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. সুরেশ কানাগারাজাহ, অকল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. স্টিভেন মে, অস্ট্রেলিয়া কার্টিন ইউনিভার্সিটির অধ্যাপক ড. সেন্ডার ডোভচিন এবং ইউনিভার্সিটির অব কুইন্সল্যান্ড-এর সহযোগী অধ্যাপক ড. ওবায়েদ হামিদ।সেমিনারের মূল বিষয় ছিল প্রায়োগিক ভাষাবিজ্ঞানের সামাজিক-রাজনৈতিক চ্যালেঞ্জ এবং শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির যুগান্তকারী ভূমিকা তুলে ধরা। বক্তারা একভাষিক আদর্শ ভাবনা , বহুভাষিকতার ব্যবহার এবং গুণগত ভাষা শিক্ষা-ব্যবস্থা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন । সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগম। অনুষ্ঠানের অন্যতম সঞ্চালক ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক নায়রা খান। উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ভাষাবিজ্ঞান বিভাগ, ইংরেজি বিভাগ ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক এরূপ সম্মিলিত প্রয়াস গৃহীত হয়। এ যৌথ উদ্যোগে ভাষাবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে যে কমিটি দায়িত্ব পালন করে তার আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান; সদস্য ছিলেন ড. মনিরা বেগম, জনাব নায়রা খান, ড. মাশরুর ইমতিয়াজ, জনাব মোহাম্মদ ইনজামাম ও জনাব সাবিহা আল হুমায়রা মমি। সেমিনারে ইংরেজি বিভাগ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পাশাপাশি ভাষাবিজ্ঞান বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।